নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুর সেবক হাসপাতাল লিঃ এন্ড ডায়াগনিস্ট সেন্টারের অপারেশন থিয়েটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এম এ সালাম কমান্ডার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপারেশন থিয়েটার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ নান্নু মোল্লা, হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক বাক্কার, উপজেলা সৈনিকলীগের সভাপতি আব্দুল হাই হিরু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ। এসময় হাসপতালের ডাক্তার, নার্স, স্থানীয় এলাকাবাসীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
হোসেনপুর সেবক হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধন
প্রকাশ : Aug 06, 2016 | Comments Off on হোসেনপুর সেবক হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধন
