logo

হোসেনপুরে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি হুমায়ুন কবীরকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি হুমায়ুন কবীরকে ঈদুল আযহার দিন অতর্কিত হামলা করে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে । এ ঘটনায় হামলাকারিদের বিচারের দাবীতে শনিবার  দুপুরে গলাচিপা বাজারে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।  প্রথমে গলাচিপা বাজারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে আশুতিয়া নতুন বাজার শাহেদল ইউনিয়ন পরিষদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক দিদারুল হক রাসেল ও হুমায়ুনের পিতা মোঃ শামসুল ইসলাম, ছোট ভাই মাহমুদুল হাসান আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, জামাত শিবিরের কর্মীরা হুমায়ুনের ওপর নৃশংস ভাবে হামলা করে কুপিয়ে মাথা ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে। ভাগ্যক্রমে বেঁচে গেলেও মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসব হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শাহেদল ইউনিয়ন আওয়ামীলগের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী  অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদুল আযহার দিন রাতে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতিকারীরা হুমায়ুনের ওপর নৃশংসভাবে হামলা করে কুপিয়ে মাথা ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে। পরে হুমায়ুনকে  মৃত ভেবে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় হুমায়ুনের বাবা শামসুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানার মামলা নং- ০৫, তারিখ- ১৫-৯-১৬ ইং দায়ের করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোল্লা জানান, এঘটনায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি তবে আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে