হোসেনপুর সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে এক তরুণী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহেদল এলাকার সেভেন স্টার নামে একটি বেকারীতে কাজ করতো ধর্ষণের শিকার ওই তরণী। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সম্প্রতি বেকারীটি বন্ধ হয়ে যায়। গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে বেকারীর কর্মচারী জাহাঙ্গীর আলম বেকারীতে কাজ আছে বলে মেয়েটিকে ডেকে নিয়ে যায়। তার কথামত মেয়েটি গিয়ে বেকারী বন্ধ দেখতে পায়। রাতে বাড়ি ফেরা নিরাপদ নয়, এমন কথা বলে জাহাঙ্গীর মেয়েটিকে নিয়ে পার্শ্ববর্তী জিনারী গ্রামে তার পরিচিত তারা মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখান থেকে পাশের একটি জঙ্গলে নিয়ে রাত ২টার দিকে জাহাঙ্গীর আলম, তারা মিয়া, জামান ও সুমন নামে চারজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্ত তিনজনকে আটক করে। তবে অভিযুক্ত সুমন নামে আরেকজন পালিয়ে যায়।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় হোসেনপুর থানার অফিসার ইনজার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
হোসেনপুরে তরুণীকে গণধর্ষণ, আটক ৩।। ঘটনাপ্রবাহ
প্রকাশ : Apr 18, 2020 | Comments Off on হোসেনপুরে তরুণীকে গণধর্ষণ, আটক ৩।। ঘটনাপ্রবাহ
