হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- হোসেনপুর উপজেলা সদরে পোষ্ট অফিস সংলগ্ন নির্মানাধীন ড্রেনের পাশে ট্রাকের নিচে আটকা পড়া স্কুল ছাত্র সাগর (১৪) কে পুলিশ,ফায়ার সার্ভিস ও জনতার সহায়তায় দেড় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,রোববার সকাল ৭টায় উপজেলা সদরের পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের বোরহান উদ্দিনের পুত্র ও হোসেনপুর পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র সাগর মিয়া বাইসাইকেল যোগে প্রাইভেট পড়তে যায়। একটি মাল বোঝাই ট্রাক নারায়নগঞ্জ (ট-১৯-০২১৩) পোষ্ট অফিস সংলগ্ন নির্মানাধীন ড্রেনের সামনে হেলে পড়লে সেখানে অবস্থানরত স্কুলছাত্র সাগর ড্রেনের পাশে ট্রাকের নিচে পড়ে যায়। মূর্হুতের মধ্যে এখবর ছড়িয়ে পড়লে হাজারও ছাত্র জনতা ভিড় জমায়। ট্রাকটি হোসেনপুর বাজারের ফনিন্দ্র চন্দ্র মোদক ও হনুমানতলার রতন সাহার মনোহারি মালামাল নিয়ে বাজারের প্রবেশ করছিল। পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরএমও ডা: তানভীর হাসান জিকো জানান, উদ্ধার হওয়া ছেলেটি বর্তমানে আশংকা মুক্ত রয়েছে।
হোসেনপুরে ট্রাকের নিচে আটকা পড়া স্কুল ছাত্র উদ্ধার
প্রকাশ : Sep 04, 2016 | Comments Off on হোসেনপুরে ট্রাকের নিচে আটকা পড়া স্কুল ছাত্র উদ্ধার
