মো:খায়রুল ইসলাম, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী বের করা হয়। উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। র্যালী শেষে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: হেলাল উদ্দিন,সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন,ওসি মো: নান্নু মোল্লা, সাবেক ভিপি এমএ হালিম,হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার,ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।
হোসেনপুরে জাতীয় শোক দিবস উদ্যাপন
হোসেনপুরে জাতীয় শোক দিবস উদ্যাপন
প্রকাশ : Aug 15, 2016 | Comments Off on হোসেনপুরে জাতীয় শোক দিবস উদ্যাপন
