মোঃ খায়রুল ইসলাম ,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুরে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্য্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের দিনব্যাপি অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অবহিতকরণ প্রশিক্ষণ আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক জহিরুল ইসলাম, ইউএনও আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সারোয়ার, সহকারী কমিশনার (ভুমি) সোহানা নাসরিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক প্রমূখ। এ সময় উপজেলার ছয়টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
হোসেনপুরে জনপ্রতিনিধিদের অবহিতকরণ প্রশিক্ষণ
প্রকাশ : Aug 24, 2016 | Comments Off on হোসেনপুরে জনপ্রতিনিধিদের অবহিতকরণ প্রশিক্ষণ
