logo

হোসেনপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারকে নির্যাতন ও মিথ্যা-সাজানো মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ

নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের হোসেনপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারকে নির্যাতন ও মিথ্যা-সাজানো মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার গনমানপুররা গ্রামের মুক্তিযোদ্ধা খুর্শেদ উদ্দীনসহ তার ভাতিজাদেরকে নির্যাতন করে আসছে একই এলাকার নুরুল ইসলাম ও তার ছেলে হযরত আলী গংরা। গত জুন মাসের ৮ইং তারিখে সরকারী রাস্তায় মাটি কেটে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন। এনিয়ে মুক্তিযোদ্ধা খুর্শেদ উদ্দীন ও তার ভাতিজা বাবুল মিয়া প্রতিবাদ করলে নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি-ঘরে হামলা চালায়। তারা লাঠি দিয়ে পিটিয়ে খুর্শিদ উদ্দীনকে মাটিতে ফেলে দেয়। এসময়  খুর্শিদ উদ্দীনকে বাঁচাতে আসলে তার ভাতিজা শাহআলম ও ভাইয়ের স্ত্রী নাজমা খাতুনকে কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে স্বর্ণা-লংকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আহতরা বেশ কিছুদিন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এসব ঘটনায় হোসেনপুর থানায় প্রথমে একটি জিডি নং-৮৯৬ তাং-২৫-১২-২০১৫ইং এবং পরবর্তীতে মামলা নং-১ তাং-১১-০৬-২০১৬ইং দায়ের করা হয়। এতে করে হামলাকারীরা ক্ষীপ্ত হয়ে মুক্তিযোদ্ধা খুর্শেদ উদ্দীনসহ তার ভাতিজাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। হামলাকারীরা কিশোরগঞ্জ আদালতে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে। স্থানীয় ভাবে জানা গেছে, নুরুল ইসলাম ও তার ছেলে হযরত আলী গংরা এলাকায় বিএনপি-জামায়াত রাজনীতির সাথে জড়িত। পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সময় সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে থাকেন। সম্প্রতি ভুক্তভোগী মুক্তিযোদ্ধা খুর্শেদ উদ্দীনের পরিবারসহ তার ভাতিজাদেরকে রক্ষা করার জন্য খুর্শেদ উদ্দীন জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে