logo

হোসেনপুরে ইউপি প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে তালবাহানা

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে ইউপি প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে তালবাহানার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচিত সাতজন ইউপি সদস্য এ ব্যাপারে ন্যায় বিচার চেয়ে গত ২০ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসাসেরর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্রথম সভা গত ১৪ আগষ্ট অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের আইন ৩৩ ধারা মোতাবেক প্রথম সভার তারিখ হতে ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান গঠন করার বিধান রয়েছে। ৩০ আগষ্ট ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় নির্বাচনের তারিখ ও প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি সিদ্ধান্ত অনুয়ারী গত ২০/০৯/১৬ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ্য করে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল গত ৫/৯/১৬ ইং তারিখ ম্মারক নং ২৮/১৮(১৫) মোতাবেক সকল সদস্যকে পত্র প্রেরণ করেন। নির্ধারিত ভোট গ্রহনের দিন ৮নং ওয়ার্ড সদস্য সারোয়ার রানাসহ সাতজন ইউপি সদস্য উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে ইউপি চেয়ারম্যান ও সচিব পরিষদে উপস্থিত হননি। পরে পরিষদের উপস্থিত ইউপি সদস্য মেনু মিয়া, মাসুদ রানা, মুর্শিদ, হাবিবুর রহমান, মমতাজ, জেসমিন, সারোয়ার রানাসহ সংখ্যাগরিষ্ট সদস্য ওইদিন ৮নং ওয়ার্ড সদস্য সারোয়ার রানাকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে লিখিত সমর্থন দেন। ইউপি সচিব আসাদুজ্জামান রিপন জানান, নির্বাচনের দিন শরীর অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারিনি। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল জানান, একজন প্রার্থী আব্দুল মালেক খোকা অসুস্থ মর্মে আবেদন করায় নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে