নাজমুল হক, হোসেনপুর থেকে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আলোকিত সামাজিক সংঘ (আসাস) ও আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের যৌথ আয়োজনে দুইশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
শনিবার সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের খুরি মারা গ্রামে আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগারের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাহবুবুল হক প্রমুখ। উপস্তিত ছিলেন আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগার এর সদস্যবৃন্দ- মো শফিউল্লাহ কাড়ার,মো মাসুদুর রহমান, মো. আরিফুল হক, মো. ফাইজুল ইসলাম, মো. জুনায়েদ, মো. আবুল কালাম, মো. মুখলেছুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো.সাজ্জাদ হোসেন মাহতাব, মো. নাজমুল হক৷ মো. মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, মোঃ জুয়েল, এনামুল হক রিটন, মাজহারুল ইসলাম, সাইফুল ইসলাম, মো : রিয়াদ, জুবায়ের আহমেদ, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ, আল আমিন, মাহমুদুর রহমান তারেক, আবদুল আহাদ, মোঃ সোহেল মিয়া।
হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগারের যৌথ আয়োজনে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশ : May 23, 2020 | Comments Off on হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগারের যৌথ আয়োজনে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
