logo

হাতে পায়ে রয়েছে ইনজেকশান পুষ করার শতশত চিহ্ন কটিয়াদীতে প্রতিবন্ধী নিখোঁজের ১৫ মাস পর পাওয়া গেল ভৈরবে অজ্ঞান করে ভিক্ষা করানো হয়েছিল বলে পরিবারের সন্ধেহ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরঞ্জের কটিয়াদীতে শামসু মিয়া (৫৫) নামে এক শারীরিক ও বাক প্রতিবন্ধী নিখোঁজ হওয়ার ১৫ মাস পর রোবরার দিন পাওয়া গেল ভৈরবে । তার হাতে পায়ে রয়েছে ইনজেকশান পুষ করার শত শত চিহ্ন । পরিবারের লোকজন ও এলাকাবাসি মনে করছে কোন সঙ্গবদ্ধ অপরাধী চক্র প্রতিবন্ধী শামসু মিয়াকে অপহরণ করে নিয়ে তার শরীরে ইনজেকশান পুষ করে অজ্ঞান বানিয়ে ভিক্ষা করার কাজে ব্যবহার করেছে।
শামসু মিয়া উপজেলার কটিয়াদী পৌর সভার পূর্বপাড়া মহল্লার মৃত শুক্কুর আলীর পুত্র।

শামসু মিয়ার স্ত্রী শাহানা বেগম জানান ৩ বছর পূর্বে আমার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হলে কথা বলা বন্ধ এবং এক হাত ও এক পা আংশিক অবস হয়ে যায়। গত ১৫ মাস পূর্বে তিনি কিশোরগঞ্জ-ভৈরর মহাসড়কের সাথে চরিয়াকোনা গ্রামে বোনের বাড়িতে যায়। ঐ দিন তিনি আর বাড়িতে ফিরে আসেনি। আমরা তার সন্ধান পেতে কটিয়াদী থানায় জিডি করে বিভিন্ন স্থানে মাইকিং করাসহ খোঁজাখুজি করি। কোথাও সন্ধান না পেয়ে আমরা তার আশা ছেড়েই দিয়েছিলাম। ফেকামারা গ্রামের রফিক নামে এক ব্যক্তি ভৈরবে রিকসা চালায় । গত রোববার আমার স্বামীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তিনি চিনতে পেরে কাছে গিয়ে ডাকা ডাকি করেন। এ সময় রিকসা চালক রফিককে দেখে তিনি হাওমাও করে কাঁদতে থাকেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে রফিক মিয়া আমাদের বাড়িতে নিয়ে আসেন। তিনি বাড়িতে আসলে আমি গায়ে থাকা ময়লা কাপড় খুলে গোসল করানো সময় দেখতে পাই তার শরীরে সুই এর দাগের মত শতশত চিহৃ। আমাদের ধারণা তাকে রাস্তার পাশ থেকে উঠিয়ে নিয়ে ইনজেকশান দিয়ে ও ঔষুধ খাইয়ে অজ্ঞান করে ভিক্ষা করানোর কাজে ব্যবহার করা হয়েছে। আমার প্রতিবন্ধী স্বামীর চিকিৎসা ও ছেলে মেয়েসহ ৭ জনের মুখে এক বেলা খাবারের ব্যবস্থা আমাদের নেই। আমার দেবর নজরুল সকলের খাবারের জন্য সহযোগীতা করছে। এভাবে আর কতদিন চলবে। আমি সরকার ও বিত্তবানদের কাছে সহযোগীতা চাই।

শারীরিক ও বাক প্রতিবন্ধী শামসু মিয়া হাওমাও করে কান্না করে হাতের ইশারায় বুঝাতে চেষ্টা করেন যে তাকে অনেক দূরে নিয়ে মারপিট করে শরীরে ইনজেকশান দেওয়া হত । খাবার খেতে দিত না। তাদের ভয়ে এখনো তিনি দিশেহারা থাকেন ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে