ফখর উদ্দিন ইমরান
হজ্বে যাওয়ার স্বপ্ন নিয়ে পাসপোর্ট করতে গিয়ে ট্রাকচাপায় লাশ হয়ে ফিরলেন মরিয়ম নেছা (৫৭) নামে এক বৃদ্ধা। মৃত মরিয়ম নেছা কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মুক্তিযোদ্ধা এবিএম আলাউদ্দিনের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদর উপজেলার লতিফাবাদ-চরপাড়া এলাকায়।
কটিয়াদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দ্যেশে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মরিয়ম নেছা স্বামী এবিএম আলাউদ্দিন সাথে বের হন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের লতিফাবাদ-চরপাড়া নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে মরিয়ম নেছা ছিটকে পড়েন। তখন পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট রাজিব বর্মন বলেন, নিহত মরিয়ম নেছার মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।