ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান মো. আব্দুল মান্নান। তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সচিব পদমর্যাদায় ভূমি সংস্কার উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা ও রাজনৈতিক উপদেষ্টা’র একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সুসাহিত্যিক, কিশরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী গ্র্যাজুয়েট ক্লাবের প্রতিষ্ঠাতা ও চান্দপুর পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুল মান্নান।
আজ বৃহস্পতিবার (৪ জুন) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে (মো. আবদুল মান্নান) কে স্বাস্থ্য সচিব পদে নিয়োগ দেওয়ার আদেশ জারি করা হয়েছে। মো. আবদুল মান্নান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর পূর্বপাড়া গ্রামে ১৯৬২ সালের ১৫ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি মরহুম আলহাজ মো. ছিদ্দিক হোসেন এবং মরহুমা আয়েশা আক্তার খাতুনের সন্তান । তাঁর সহধর্মিণীর নাম মোছাঃ কামরুন নাহার। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা।তিনি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা-ইন-এডুকেশন ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮ম ব্যাচের একজন সফল কর্মকর্তা। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি ২০১০ থেকে ২০১৪ খ্রি. পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম জেলায় ব্যাপক জনপ্রিয়তা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মানিকখালী গ্র্যাজুয়েট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়া বলেন, চান্দপুর ইউনিয়নের গর্ব আমার অভিভাবক জনাব মোঃ আব্দুল মান্নানকে স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগ দেয়ায় কটিয়াদী বাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানাই। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান ঘটনাপ্রবাহকে বলেন, কিশোরগঞ্জের গর্ব কটিয়াদীর কৃতি সন্তান আব্দুল মান্নান স্যারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি ।
স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় আমাদের স্বাস্থ্য বিভাগ আরো একধাপ এগিয়ে যাবে বলেও জানান তিনি।