logo

স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে বদলি, নতুন সচিব আব্দুল মান্নান

ঘটনাপ্রবাহ ডেস্কঃ

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৪ জুন) এ বদলি এনে আদেশ জারি করেছে।

আর একই আদেশে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে।

গত কয়েক দিন ধরে গুঞ্জনের পর স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে বদলি করা হলো।

করোনা ভাইরাসের সংক্রমণের পর স্বাস্থ্যখাতে বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সমালোচনার মুখে ছিলেন।

আব্দুল মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ছিলেন।

সরকারের আস্থাভাজন এই কর্মকর্তাই এখন স্বাস্থ্যখাতে করোনা ভাইরাসের চ্যালেঞ্জ সামলাবেন।

তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে