নিজস্ব প্রতিবেদক।। ঘটনাপ্রবাহ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের ,স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। শনিবার বিকালে পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের সেবা করাই চিকিৎসকের ধর্ম । মানুষের সেবায় ব্রত হন। আমরা আজ সব কিছুতেই করপোরেট হয়ে যাচ্ছি। দেশ প্রেম, সততা, কল্যাণকর কাজ গুলো আমরা অনেকেই করতে চাচ্ছিনা। তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, প্রতিদিন রোগীদেরকে আন্তরিকতার সাথে সেবা দিন। মনে করবেন, অসুস্থ্য মানুষটি আপনার নিকট আত্মীয়। সেই ভাবেই সেবা দিন মানুষের পাশে থাকেন। সরকারের স্বাস্থ্য ও পরিপার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেন, মানুষের সেবা করাই চিকিৎসকের ধর্ম । মানুষের সেবায় ব্রত হন। আমরা আজ সব কিছুতেই করপোরেট হয়ে যাচ্ছি। দেশ প্রেম, সততা, কল্যাণকর কাজ গুলো আমরা অনেকেই করতে চাচ্ছিনা। তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, প্রতিদিন রোগীদেরকে আন্তরিকতার সাথে সেবা দিন। মনে করবেন, অসুস্থ্য মানুষটি আপনার নিকট আত্মীয়। সেই ভাবেই সেবা দিন মানুষের পাশে থাকেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তানভীর হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আই এস ও লাইন এবং এইচ আই এস এন্ড ই- হেলথের পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোস্তাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন , কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল। অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।