ঘটনাপ্রবাহ ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব হলেন আব্দুল মান্নান। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, খ্যাতিমান লেখক, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের প্রাক্তন জেলা প্রশাসক, চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার, ভূমি সংস্কারবোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব হিসেবে পদায়িত হয়েছেন। মো. আবদুল মান্নান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব হিসেবে পদায়িত হওয়ার সংবাদে তাঁর জন্মভূমি কটিয়াদী উপজেলাবাসীদের মাঝে আনন্দের বন্যা বইছে।