ঘটনাপ্রবাহ ডেস্কঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বদিচ্ছা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে। মহামারী করোনাভাইরাসের কারনে অসহায় , কর্মহীন দরীদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে তাদের সাধ্য অনুযায়ী। রোববার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের আতুশাল পাড়া মর্তুজা বেগমের পরিবারে স্বদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক রায়হানুল ইসলাম রানা ও মনির হোসেন শিমুল এর নেতৃত্বে খাবার সামগ্রী পৌছে দেয়। ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল বাতেন সড়ক দুর্ঘটনায় নিহত হয় দীর্ঘদিন আগে। হতদরিদ্র এই পরিবারের তিন মেয়ে পড়াশুনা করছে। বাড়ির বড় মেয়েটি সেলাই কাজ জানে, তবে সেলাই মেশিন কেনার সামর্থ্য নাই। স্বদিচ্ছা-র পক্ষ থেকে একটি সেলাই মেশিনের ব্যবস্হা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেয় তারা। এ সময় উপস্থিত ছিলেন লোহাজুরী ইউপি সদস্য মোহাম্মদ কামরুজ্জামান কাজী, সংঠনের সদস্য আরাফাত আল আরিফ,জাকির হোসেন ও রাকিব হাসান প্রমুখ। চলমান লোহাজুরী নামের ফেসবুক আইডি থেকে মর্তুজা বেগমের পরিবারের দুরবস্থা কথা জানতে পেরে তার বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।