logo

সৈয়দা জাকিয়া নূর এমপি’র এপিএস হলেন কটিয়াদীরের মিজানুর রহমান


কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দা জাকিয়া নূর এমপি’র সহকারি একান্ত সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমান। তিনি কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের মো. আব্দুল কুদ্দুছের পুত্র।

শনিবার (২০ জুন ২০২০) দুপুরে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তদারকি, রাজনৈতিক বিভিন্ন কাজে সহযোগীতা এবং জাতীয় সংসদের অফিস পরিচালনার সুবিধার্থে তাকে সহকারি একান্ত সচিব (রাজনৈতিক) হিসেবে নিয়োগ করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে