নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কোনদিনই ক্ষমতায় যেতে পারবেনা। সেজন্যেই তারা সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ভয় পায়। তিনি মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৪ সনে তারা একটা নির্বাচন করেছে, যেটা সম্পূর্ণরূপে ভোটারবিহীন নির্বাচন। যে নির্বাচনে শতকারা পাঁচজন মানুষও ভোট দিতে যায়নি এবং ১৫৪ জন প্রার্থীকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। যখনই আলাপ আলোচনার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে কথা বলার চেষ্টা করেছি, তারা নাকচ করে দিয়েছে। তারা অন্যায়ভাবে ক্ষমতা আকড়ে ধরে আছে। দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলা শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম প্রমুখ।
এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি দলীয় পতাকাও উত্তোলন করেন সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ। সম্মেলনে জেলার ১৩ উপজেলাসহ ২১টি সাংগঠনিক ইউনিট থেকে প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশ নেন।