logo

সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধ

ঘটনা প্রবাহ ডেস্ক:

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ।

বনের ক্ষয়ক্ষতি নিরূপণে সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান  জানান, ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প অফিস, পন্টুন, কাঠের জেটি, ওয়াচ টাওয়ার এবং উডেন ট্রেইল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা বন্যপ্রাণীর মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। কিছু গাছপালার ডাল ভেঙে গেছে।

তিনি জানান, বনের অভ্যন্তরে থাকা ৬৩টি ক্যাম্পের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছেন। এ অবস্থায় সুন্দরবনে আপাতত পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হবে না।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন জানান, ঝড়ে তাদের আওতাধীন ১৭টি অবকাঠামো ও স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় জলোচ্ছ্বাস না হওয়ার কারণে বন্যপ্রাণীর কোনো ক্ষতি হয়নি বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিনি জানান, কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঝড়ে বন বিভাগের কর্মী বা বন্যপ্রাণীর কোনো ক্ষতি হয়নি। তবে গাছপালা, স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে কোথায়, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে তারা কাজ করছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে