logo

সুনামগঞ্জের কিশোরী প্রেমেরটানে ভৈরবে প্রেমিকের বাড়িতে


ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ থেকে প্রেমিকের সাথে দেখা করতে ৫শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রেমিকের বাড়ি ভৈরবে চলে এসেছে কিশোরী। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে প্রাপ্ত বয়স না হওয়ায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কিশোরীকে তার মা-বাবার হাতে তুলে দেন।
সুনামগঞ্জের বিষম্ভপুরের বালিয়াজুড়ী ইউনিয়নের সিরাজপুর গ্রামের হাফিজ উদ্দিনের ১২ বছরের কন্যা সাটিয়াখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার ভৈরবের শ্রী-নগরের পর্বপাড়া গুনার বনের এলাকার শুক্কুর মিয়ার পুত্র অটোরিক্সা চালক কিশোর পরশ মিয়ার বাড়ীতে চলে আসে। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সার্জেন্ট (অবঃ) তাহের কিশোরীকে তার হেফাজতে নিয়ে কিশোরীর মা-বাবাকে খবর দিয়ে এনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে রোববার দুপুরে মা-বাবার হাতে তুলে দেওয়া হয়।
এলাকাবাসিরা জানায় গত ১ বছর পূর্বে পরশ ( ১৪) ভৈরব থেকে তার নানার বাড়ি সুনামগঞ্জের বিষম্ভপুরের বালিয়াজুড়ী ইউনিয়নের সিরাজপুর গ্রামে যায়। সেখানে গিয়ে সে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। অটোরিক্সা চালোনোর সুবাদে তানিয়া আক্তার তার অটোরিক্সা করে প্রায়ই স্কুলে আসা-যাওয়া করতো। আসা-যাওয়ার একপর্যায়ে পরশের সাথে তানিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু করোনাবাইরাসের কারণে অটোরিক্সা চালাতে না পেরে গত ১ মাস পূর্বে পরশ তার নিজ দেশের বাড়ি ভৈরবে চলে আসে। কিন্তু তানিয়ার সাথে কোন প্রকার যোগাযোগ না থাকায় গত শনিবার তানিয়া ভৈরবে পরশের বাড়িতে একা চলে আসে।
এ বিষয়ে শ্রী-নগর ইউপি চেয়ারম্যান সার্জেন্ট ( অবঃ) তাহের জানান, শোনেছি কিশোর-কিশোরী ২ জনের মধ্যে প্রেমের সম্পর্ক গত ৬ মাস যাবত। কিন্তু কিশোর ভৈরবে চলে আসায় কিশোরী তাকে খুজঁতে কিশোর বাড়িতে চলে আসে। উভয়ের বিয়ের বয়স না হওয়ায় পরে তার মা-বাবার কাছে রোববার দুপুরে তাকে তুলে দেওয়া হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে