নগরীর বায়েজিদ থানাধীন আরেফীন নগরের কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এক নারীকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই নারীর নাম মনিকা বেগম (২৫)। তিনি ওই এলাকার সাহাবুদ্দিন রকির স্ত্রী। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মনিকা বেগমের ঘরে অভিযান চালিয়ে প্রথমে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পেছনে মাটি খুঁড়ে একটি ড্রামে সংরক্ষিত আরও সাড়ে চারকেজি গাঁজা উদ্ধার করা হয়।’
মনিকা বেগম মাদক ব্যবসার অভিযোগে এর আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিলেন জানিয়ে ওসি মোহাম্মদ মহসিন আরও বলেন, মনিকা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।