কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কৃতি সন্তান, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, নিউরোলজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এরিকোনা ঔষধের আবিষ্কারক, নারী শিক্ষায় একুশে পদক প্রাপ্ত, ভাষা সৈনিক, ডা.আবদুল মান্নান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, আম্বর আলী এতিমখানার প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক, আলহাজ্ব অধ্যাপক ডা.আব্দুল মান্নান (৯২) শনিবার বিকেল ১:৪৫ মিনিটে ঢাকায় গ্রীন লাইফ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে——রাজিউন)। মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক সাংসদ আবদুল মান্নানের মৃত্যুর খবরে তার নিজ নির্বাচনী এলাকা কটিয়াদী ও পাকুন্দিয়ায় শোকের ছায়া নেমে আসে।