মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনের সহধর্মিনী বেগম লুৎফুন্নেছা (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩ জুন) বিকাল ৩টা ৪৫মিনিটে রাজধানীর উত্তরাস্থ নিজ বাসায় তিনি মারা যান। গত কয়েক দিন ধরে তিনি অসুস্থবোধ করছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়ে, নাতি-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেগম লুৎফুন্নেছা একজন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ছিলেন। এলাকার বিভিন্ন উন্নয়ন ও শিক্ষামূলক ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তিনি।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।