গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গায় ধর্মীয় অবমাননা মন্তব্যের অভিযোগে আটক স্কুল পরিচালক সুলতান আরিফিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নলডাঙ্গার বাসিন্দা আব্দুল হামিদ আকন্দ বাদি হয়ে সাদুল্লাপুর থানায় এই মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত সুলতান আরিফিন (৪০) নলডাঙ্গা বাজারস্থ সোনার বাংলা বিদ্যাপিটের পরিচালক। তিনি নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মৃত্যু মজিদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ধর্মীয় অবমাননার অভিযোগের ভিত্তিতেই সুলতান আরিফিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় তার বিরুদ্ধে ইসলাম ধর্মের ওপর আঘাত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এরআগে, বুধবার দুপুরে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারস্থ সুলতান আরিফিনের বাসা ঘেরাও করে রাখে মুসল্লিসহ স্থানীয়রা। এসময় তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কয়েকদিন ধরে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তি এবং ইসলাম ধর্মের অবমাননা করে স্থানীয় লোকজনের সঙ্গে তর্কে জড়ায় সুলতান আরিফিন। এছাড়া বিসমিল্লা ও আলহামদুইল্লা নিয়েও অপব্যাখা করেন তিনি। এ নিয়ে মুসল্লিসহ অনেকে প্রতিবাদ করলেও কর্নপাত করেনি আরিফিন। এতে এলাকার মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
এদিকে, ধর্ম অবমাননার অভিযোগে সুলতান আরিফিনকে আটকের ঘটনার পর থেকে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সোস্যাল মিডিয়াতেও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত সুলতান আরিফিনের কঠোর শাস্তির দাবি জানানো হয়।