কিশোরগঞ্জ প্রতিনিধি।। ঘটনাপ্রবাহ
সরকারী পাটকল বন্ধ ঘোষনার প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবির বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ( ১১ জুলাই) সকাল ১১ ঘটিকায় প্রচন্ড বৃষ্টির মধ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কিশোরগঞ্জ জেলা কমিটির আয়োজনে স্থানীয় রংমহল চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে ঘন্টাব্যাপী এক বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এ সময় পাটকল বন্ধের ঘোষনা, লুটপাট, ঘুষ-দূর্নীতি,করোনা পরীক্ষায় ফিস ধার্যের পায়তারা ইত্যাদির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, জেলা সিপিবির সদস্য আবুল হাশেম মাষ্টার প্রমুখ। এছাড়া সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন
জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ছাত্তার,জেলা পার্টির সদস্য শহীদ মিয়া, শ্রমিক নেতা রফিক মিয়া,হাবিবুর রহমান হীরা, মোজাম্মেল হক বকুল প্রমুখ নেতৃবৃন্দ।