বিষেশ প্রতিনিধি : ভারতের কলকাতা বিমানবন্দরে বাসের ধাক্কায় ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে একটি উড়োজাহাজের। মঙ্গলবার দমদমে নেতাজী সুভাষ বোস বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বলে টাইমফ অফ ইন্ডিয়া জানিয়েছে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এয়ার ইন্ডিয়ার। বাসটি জেট এয়ারওয়েজের। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও উড়োজাহাজটির ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে বলে দাবি করেছে এয়ার ইন্ডিয়া। কলকাতার দৈনিক আনন্দবাজারের ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, কলকাতা থেকে আসামের শিলচরে যাওয়ার অপেক্ষায় ছিল বিমানটি। এ সময় ৪০ জন যাত্রী ছিল বিমানটিতে। আচমকাই জেট এয়ারওয়েজের বাসটি টারমাকে বিমানটির পাখায় ধাক্কা দেয়। এতে বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজ ও বাস চলাচলের জন্য আলাদা লেইন থাকার পরও এই দুর্ঘটনার তদন্তে নেমেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আনন্দবাজার বলেছে, “সন্দেহ করা হচ্ছে বাসের চালক মোমিন আলি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন অথবা দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন। তার কারণেই সম্ভবত এই দুর্ঘটনা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”এয়ার ইন্ডিয়া বলছে, এই ভোরে কোনো কুয়াশা ছিল না। এর মধ্যে এই দুর্ঘটনা দায়িত্বহীনতার চূড়ান্ত প্রকাশ। তবে জেট এয়ারওয়েজ বলছে, এটি নিছকই একটি দুর্ঘটনা। ঘটনাটির তদন্ত চালাচ্ছেন তারা। বিমানবন্দরের পরিচালক এ কে শর্মা বলেছেন, বাসচালককে পরীক্ষা করে তার মাতাল থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় ভারতের কলকাতায় বিমানে বাসের ধাক্কা
প্রকাশ : Apr 04, 2016 | Comments Off on শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় ভারতের কলকাতায় বিমানে বাসের ধাক্কা
