কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন আলোচনা সভা এবং শারদীয় দুর্গাপূজার ছুটি বর্ধিত করে ৩ দিন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের কল্যানের উদ্দেশ্যে দেশের প্রতিটি জেলাতেই হিন্দু যুব মহাজোট এর কমিটি গঠিত হচ্ছে যারা হিন্দুদের কল্যানে এবং তাদের সকল আদায়ের জন্য কাজ করবে সেই লক্ষ্যে গত ১৮ সেপ্টেম্বরে(শুক্রবার) কিশোরগঞ্জ জেলার বত্রিশে ঐতিহ্যবাহী শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে হিন্দু যুব মহাজোট এর কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবু বিদ্যুত কুমার আচার্য্য(শশী)। তার নেতৃত্বেই উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি ৩ দিন করার জন্য মানববন্ধন করা হয়। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত থাকেন বাবু মানিক দে, কাজল দাস, প্রবীর দে, দেবু সাহা, শ্রীধন সূত্রধর, হৃদয় সরকার, সজীব দেবনাথ, জয়ন্ত কুমার বনিক, সাগর, চন্দন দাস, কার্তিক সরকার, নান্টু সরকার, রিপন সুত্রধর, রাজন, প্রনয়, রনি,নয়ন, বিশ্বজিৎ দে সহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দগন। উক্ত মানববন্ধনে তারা বলেন দুর্গাপূজায় পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে মাত্র একদিন ছুটি থাকে, সেটাও বিজয়া দশমীর দিন। ফলে কারও পক্ষেই পরিবার-পরিজনের সঙ্গে ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকে না। যেখানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দুটি ধর্মীয় উৎসবে ছয় দিনের সরকারি ছুটি ভোগ করলেও হিন্দুদের দীর্ঘদিনের দাবি দুর্গাপূজায় তিন দিনের ছুটির বিষয়টি উপেক্ষিত। তাই সে লক্ষ্যে এবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের সকলেরই প্রত্যাশা আসন্ন দুর্গাপূজার আগেই প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করবেন।
শারদীয় দূর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
প্রকাশ : Sep 21, 2020 | Comments Off on শারদীয় দূর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
