logo

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা মুক্ত

নিজস্ব প্রতিবেদক। ঘটনাপ্রবাহ

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা মুক্ত হয়েছেন। আজ বুধবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এ তথ্য নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন ।

তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে Covid 19 থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি”

এর আগে গত ৬ জুন করোনায় আক্রান্ত হন তিনি। ফের ২২ জুন দ্বিতীয় দফায়ও করোনা পজিটিভ এসেছিলো র‍্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেটের।

সারওয়ার আলমের ফেইসবুক থেকে নেওয়া।
উল্লেখ্য, ২০১৯ সালে রাজধানীর ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে আলোচনায় আসেন র‌্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপর করোনা সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত এবং নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে