আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির আলোচিত এসএসসি পরীক্ষার্থী শিহাব হোসেন (১৭) হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার আসামি শিপলু হোসেনের দেওয়া তথ্যনুসারে রোববার সকালে রক্তদহ বিলের বেইলি ব্রিজের পূর্ব পাশে পানির নিচে কচুরিপানার ভিতর থেকে ফেলা দেওয়া চাকু উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, উদ্ধার করা ধারালো চাকু আলামত হিসাবে জব্দ করে দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ আগস্ট বিকেলে আদমদীঘির রক্তদহ বিল পারে দক্ষিণ গনিপুর ও দমদমা গ্রামের তরুণদের মাঝে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এরই রেশ ধরে পরদিন সন্ধ্যায় শিহাব ও তার দুই বন্ধু মিলে রক্তদহ বিল এলাকায় বেড়াতে যায়। সেখানে অপেক্ষমান দক্ষিণ গনিপুর গ্রামের এখলাছের ছেলে শিপলু হোসেন শিহাবের গলায় ও তার বন্ধুদেরও ছুরিকাঘাতে জখম করে পালায়। পরে স্থানীয় লোকজন আহত শিহাবসহ তিনজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে সেখানে শিহাব মারা যায়। এই ঘটনায় গত ৩ আগস্ট রাতে নিহতের বাবা হারুনুর রশিদ বাদি হয়ে শিপুল তার বাবাসহ ৮জনের বিরুদ্ধে থানায় হত্যামামলা দায়ের করেন। এরপর আসামি শিপলু হোসেন আত্মগোপনে ছিল। হত্যার ৬দিন পর শনিবার সকালে আদমদীঘি থানা পুলিশ শিপলু হোসেন (২৪) ও তার বাবা এখলাছ উদ্দিনকে (৫০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
রক্তদহ বিল থেকে শিহাব হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার
প্রকাশ : Aug 09, 2020 | Comments Off on রক্তদহ বিল থেকে শিহাব হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার
