দিলরুবা পারভীন, মেহেরপুর থেকে
মেহেরপুর সদর উপজেলা অামঝুপী অালিম মাদরাসা ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানটি শনিবার সকালে আমঝুপী আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মো. বোরহান উদ্দীন অাহাম্মেদের
সভাপতিত্ব ও সহকারী শিক্ষক মুহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মো: অাতাউল গনি, পুলিশ সুপার এস. এম মুরাদ অালি, মেহরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল অালম। স্বাগতীক বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলার অামঝুপী অালিম মাদরাসা অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব উল অালম।