logo

মেহেদীর রং না শুকাতেই করোনা কেড়ে নিল প্রকৌশলীর প্রাণ


কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
মেহেদীর রং না শুকাতেই করোনা কেড়ে নিল মো. ওমর ফারুক (৩৫) নামে এক প্রকৌশলীর প্রাণ।
ওমর ফারুক কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী ও পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলিয়া পাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের পুত্র। তিনি করোনা পজেটিভ হয়ে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক মাস দেড়েক পূর্বে বিয়ে করেন। একই উপজেলার বাসিন্দা তার স্ত্রী সালমা আক্তার স্বামীর মৃত্যুর পর জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁর মৃত্যুতে কটিয়াদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুকের মৃত্যুতে আমরা গভীর শোক, মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে