logo

মানবসেবায় জনপ্রিয় সংগঠন “আমরা মনোহরদীর সন্তান”

মো. আল ইমরান,
মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি

আর্তমানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেবার অঙ্গিকার নিয়ে ২০১৩ সালে একদল মানবদরদী প্রবাসী যুবকদের প্রতিষ্ঠিত সংগঠনের নাম “আমরা মনোহরদীর সন্তান”

নরসিংদীর মনোহরদী উপজেলার অসহায়, অবহেলিত, বঞ্চিত, গরীব মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মনোহরদী উপজেলায় মানবসেবার এক অনান্য নজির স্হাপন করেছে। “আমরা মনোহরদীর সন্তান” একটি সামাজিক স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, সমাজসেবা ও মানবসেবা মূলক সংগঠন।

“সুখে দুঃখে সবার পাশে, আমরা আছি এক সাথে” মূলমন্ত্র কে বুকে ধারণ করে হাঁটি হাঁটি পা পা করে অর্ধ যুগ পেরিয়ে সংগঠনটি এখন মনোহরদী উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ভালো রাখা এবং তাদের মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্য, উদ্দেশ্য নিয়েই তাদের পথ চলা।

সবার আগে দেশপ্রেম, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে গিয়ে মানবসেবার ব্রত নিয়ে কাজ করা সংগঠনটিই হলো “আমরা মনোহদরীর সন্তান”। সংগঠনটির প্রতিটি সদস্য দেশপ্রেম, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জাতীয় গৌরবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দেশীয় সংস্কৃতি রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।

সংগঠনের উদ্যোক্তারা জানান, মানুষের কল্যাণকর ও সমাজের জন্য কিছু ভাল কাজ করতে আমারা এই সংগঠন প্রতিষ্ঠা করি, সংগঠনের কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে, সকলে মিলে আরো ভালোভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করে সংগঠনের ভিত্তি আরো মজবুত করবো ইনশাআল্লাহ।

“আমরা মনোহরদীর সন্তান” সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, উল্লেখ্যযোগ্য কার্যক্রমের মাঝে,

  • অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার করে তাদের জন্য কাজ করছে।
  • শীতকালে সুবিধাবঞ্চিত শীতার্তদের জন্য শীত বস্ত্র বিতরণ করছে।
  • বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার ব্যবস্হা করা সাথে সাথে সকল সদস্য রক্ত দানের জন্য প্রস্তুত থাকে।
  • প্রতিটি ঈদে দরিদ্র পরিবারকে নতুন জামা কাপড় প্রদান ও খাবার সরবরাহ করে থাকে এ সংগঠন।
  • জাতীয় যেই কোন দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়া।
  • সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উপকরণ প্রদান এবং প্ৰাথমিক শিক্ষার ব্যবস্থা করা।
  • টাকার অভাবে চিকিৎসা করতে পারে না এমন মানুষদের পাশে দাঁড়ানো।
  • প্রতিবন্দ্বীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা।
  • টাকার অভাবে পড়াশোনা করতে পারে না দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয় ।
  • জাতীয় এবং আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে এই সংগঠনটি।
  • পরিষ্কার, পরিচ্ছন সমাজ বিনির্মানে কাজ করার পাশাপাশি সবুজ স্বদেশ গড়তে বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহন করে এই সংগঠন।
  • বিধবা অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে কাজ করে এ সংগঠন।
  • বাল্যবিবাহ রোধে সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা, মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা সৃষ্টি করা, সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টি করাসহ নানা রকম কর্মসূচী গ্রহন করা এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মনোহরদী উপজেলার সবচেয়ে জনপ্রিয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

মনোহরদী উপজেলায় এই সংগঠনের পরিচিতি ও কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট কাজী মোঃ শরীফুল ইসলাম শাকিল বলেন, মনোহরদী উপজেলার যে কোন সামাজিক কাজে আমি এই সংগঠনটিকে পাশে পেয়েছি, আর্তমানবতার সেবায় প্রবাসী ভাইদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি মনোহদরী উপজেলায় মানবতার এক নজির স্হাপন করেছে। তারা তাদের কর্মকান্ড যেনো আরো ব্যাপক ভাবে পরিচালিত করতে পারে আমি সেই দোয়াই করি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে