মো. রফিকুল ইসলাম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পঙ্গু আতাবুর রহমান (৫১) নামে এক মাদক ব্যবসায়ী ভিন্ন কৌশলে গাঁজা বহন করে বিক্রয়ের সময় পাকুন্দিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। আতাবুর রহমান কটিয়াদী উপজেলার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাগপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয় । এসময় তাঁর কাছ থেকে ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার এসআই গোলাম মোন্তাছীর মারুফ জানান , গ্রেপ্তার হওয়া আতাবুর রহমান পঙ্গু, তাঁর বাম পা নেই। দীর্ঘদিন ধরে ওই পা’য়ের উরুর অংশে স্কচটেপ প্যাঁচিয়ে গাঁজা বহন করে বিক্রয় করে আসছে।
গোপন সংবাদ পেয়ে বাগপাড়া থেকে তাকে আটকের পর দেহ তল্লাশি করে বাম পা’য়ের উরুর অংশে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের পর মাদক ব্যবসায়ী আতাবুরকে বুধবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।