logo

মহানবীকে অবমাননার প্রতিবাদে কটিয়াদীতে বিক্ষোভ ও মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মস্তোফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে কটিয়াদী ইমাম ও ওলামা পরিষদের আয়োজনে মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহীদি জনতা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। বিক্ষোভ মিছিল শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী ইমাম ও ওলামা পরিষদের সভাপতি ও দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাও. ছাঈদ আহাম্মদ, ওলামা পরিষদের সহ-সভাপতি আবু ইউসুফ, কামারকোনা জামে মসজিদের খতিব মাও.বায়েজিদ আহমদ, মাও. মো: আব্দুল্লাহ, মেয়রপুত্র তছলিম উদ্দিন লিটন, মাও. জাকির হোসেন, মাও. হাদিউল ইসলাম প্রমুখ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে