logo

মনোহরদীর নববিবাহিত বোরহান ঘুৃমন্ত অবস্থায় আগুনে পুড়ে প্রাণ হারালো সৌদি আরবে

নুরুল আলম রিপন, মনোহরদী থেকে

সংসারের সচ্ছলতা বাড়াতে সৌদি আরবে গিয়ে ঘুমন্ত অবস্থায়  আগুনে পুড়ে প্রাণ হারালেন মো. বোরহান উদ্দিন (২৫) নামের এক নববিবাহিত  যুবক। বোরহান উদ্দিন   নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. আলী আকবরের বড় ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে  সোমবার রাতের প্রথম প্রহরে সৌদি আরবের রিয়াদ শহরে।

নিহত বোরহান উদ্দিনের চাচা কটিয়াদী উপজেলাধীন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক মো. আবু তাহের ছিদ্দিকী  ঘটনা প্রবাহকে জানান বোরহান সৌদি আরবের রিয়াদ শহরে ইমামা কোম্পানিতে চাকুরী করত।  রোববার দিন ডিউটি শেষে রাতে বাসায় ফিরে  ঘুমন্ত অবস্থায় এয়ারকন্ডিশনে বৈদ্যুতিক শর্টসার্কিটে রুমে আগুন  লেগে ঘটনাস্থলেই পুড়ে প্রাণ হারায়। এ ঘটনায় বোরহানের সাথে ঘুমিয়ে থাকা অপর সহকর্মী ও আগুনে পুড়ে মারা যান।  রিয়াদে কর্মরত উরুলিয়া গ্রামেরই মহর আলী আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে গিয়ে মৃত বোরহান উদ্দিনের লাশ সনাক্ত করেন।   সোমবার ভোররাতে মহর আলীর ফোন পেয়ে আমরা পরিবারের লোকজন  বাকরুদ্ধ হয়ে পড়ি। গত একবছর পূর্বে বোরহান কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাওনিয়া গ্রামের মো.  মুসলেহ উদ্দিনের মেয়ে লিজাকে বিয়ে করে। বিয়ের পর বোরহান দ্বিতীয়বার সৌদি যায়। নববিবাহিতা স্ত্রী লিজার সাথে বোরহানের আর দেখা হলোনা।  তার স্ত্রী ও মা বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। আমরা তার লাশ বাড়িতে আনার জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগীতা কামনা করছি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে