মোঃ দেলোয়ার হোসেন শরীফঃ– নরসিংদীর মনোহরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোহরদী পৌরসভা কার্যালয় চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আ’লীগের সভাপতি লে.কর্ণেল (অব) মো: নজরুল ইসলাম হীরু। প্রধান আলোচক ছিলেন নরসিংদী-৪ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মনোহরদী উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট মু: ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, নরসিংদী শহর আ’লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। এ ছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মনোহরদীতে শোক দিবসের আলোচনা সভা
প্রকাশ : Aug 27, 2016 | Comments Off on মনোহরদীতে শোক দিবসের আলোচনা সভা
