মো. আল ইমরান, মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোরহদীতে আমানত হোসেন (৮) এবং মাহফুজ মিয়া (৬) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আমানত হোসেন ওই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে এবং কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এবং মাহফুজ মিয়া একই গ্রামের মনির হোসেনের ছেলে ও একই বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ছাত্র।
স্থানীয়রা জানান, আজ দুপুরে শিশু দুটি নিজ বাড়ীর পাশে খেলা করছিল। দীর্ঘক্ষণ পরও তারা বাড়ী ফিরেনি। তাদের না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। বিকেলে বাড়ির পাশে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ডোবা থেকে শাপলা ফুল আনতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
কাচিকাটা ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন খান কনক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।