ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জেরর ভৈরবে দূর্যোগ সহনীয় সরকারি ঘর দেওয়ার নামে ভিক্ষুকের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার অপরাধে ইউপি সদস্য মোস্তফা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে ইউনিয়নের সচিব মশিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। রোববার সকালে গ্রেফতারকৃত ইউপি সদস্যকে কিশারগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। জানা যায়, হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে দূর্যোগ সহনীয় ঘর বিতরণ প্রকল্পের আওতায় ভৈরবে গজারিয়া ইউনিয়নের রাহেলা বেগম নামে এক ভিক্ষুককে ঘর দেওয়ার কথা বলে ১৭হাজার টাকা হাতিয়ে নেন (৪, ৫ ও ৬ সংরক্ষিত) আসনের মেম্বার মোস্তফা বেগমের এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি আমলে নিয়ে শনিবার বিকালে সরেজমিনে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা খুজে পান। পরে অভিযুক্ত মেম্বারকে আটক করা হয় । পরে রাতেই গজারিয়া ইউনিয়নের সচিব মশিউজ্জিামান বাদী হয়ে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, জনপ্রতিনিধিদের এমন কর্মকান্ড দুঃখজনক। এছাড়াও যে কোন ধরনের সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।