নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস উল্টে মোয়াজ্জেম হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত মোয়াজ্জেম হোসেন হাজী আসমত সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে। মঙ্গলবার বিকালে ভৈরবের দুর্জয় মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ঢাকাগামী ঢাকা মেট্রো-চ-১৩-৪০১৮নম্বরের মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্জয় মোড়ে অবস্থিত স্মৃতিসৌধের ওপর উঠে পরে এবং উল্টে যায়। এ সময় চালক ও ভেতরে থাকা যাত্রীদের এলাকাবাসী উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।