logo

ভৈরবে প্রবাল হত্যা মামলার প্রধান আসামী অন্তরের আদালতে আত্মসমর্পন

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে প্রবাল হত্যা মামলার প্রধান আসামী অন্তর ( ২৬) আদালতে আত্মসমর্পন করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে আত্মসমর্পন করেন। এসময় তার আইনজীবি জামিন চাইলে বিচারক মো. রফিকুল বারী জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান। এর আগে মামলার আসামী অন্তরের বাবা জিল্লুর রহমান, রাজন, তৌহিদ ও সাকিবকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। তবে সাকিব মামলার এজাহারভুক্ত আসামী না হলেও সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার বিবরণে অন্তরই প্রবালকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। এ হত্যা মামলায় অন্তর সহ মোট ৫ জন আসামী গ্রেফতার হলো। আসামীরা সবাই কারাগারে রয়েছে।
গত ১ জুন ভৈরবের প্রবাল খুন হয়। এদিন শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানের তালা ভেংগে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে নিহতের পিতা ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া বাদী হয়ে কিশোর গ্যাং লিডার অন্তরকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর থেকে অন্তর পলাতক ছিল।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে