ভৈরব থেকে: ভৈরবে পানিবন্দি ক্ষতিগ্রস্ত ১শ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আজ বৃহ্স্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের ১শ ৫০ টি পানিবন্দি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ তেজি চিড়া, ২ লিটার তেল ও ৫শ গ্রাম নুডুলস বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন বলেন, সরকারের সদিচ্ছা কোন মানুষ যেন না খেয়ে থাকে এবং একটি মানুষ ও যেন কষ্ট না করে সেজন্য সরকার এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন।