নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে রোববার সকালে পাঁচটি দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জুনায়েদ (২০), জুম্মন (১৯), সুজন (১৯) ও সামির (১৯)। এরা সবাই ভৈরব শহরের বিভিন্ন মহল্লার বাসিন্দা। পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে হাজী আসমত কলেজ সংলগ্ন এলাকায় ওই কলেজের এক ছাত্রকে অস্ত্রেরমুখে জিম্মি করে সাথে থাকা ১৯শ টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয় ৪ জনের ছিনতাইকারী চক্রটি। এ সময় ছাত্রটি চিৎকার করলে ক্যাম্পাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ছুটে আসলে জুনাইদ নামে একজনকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে ধরে কলেজের অধ্যক্ষের কাছে নিলে তিনি পুলিশকে খবর দেন। পরে ভৈরব থানার উপ-পরিদর্শক (এস.আই) নজমুল হুদার নেতৃতে পুলিশ জুনায়েদের তথ্যে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে বাকী তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় গ্রেপ্তারদের তল্লাশি করে ৫টি ধারালো চাকু ও চাপাতি এবং ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম তালুকদার জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী এবং এদের বিরুদ্ধে অস্ত্র আইনের (ঙ) ধারায় মামলা দায়ের করে কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।
ভৈরবে পাঁচটি দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশ : Sep 04, 2016 | Comments Off on ভৈরবে পাঁচটি দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
