নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: রাশেদ (২৮), রিপন (২৫) ও স্বপন মিয়া (৩৮)। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ছিদ্দিরচর বাজার আদর্শ গুচ্ছগ্রাম এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের আখড়া পরিচালনা করছে কিছু লোক- এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ভৈরব থানার উপ-পরিদর্শক (এস.আই) নজমুল হুদার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই এলাকার রাশেদ ও রিপনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে একই ইউনিয়নের আদর্শপাড়ায় অভিযান চালিয়ে ডাঃ স্বপন ওরফে স্বপন মিয়া (৩৮) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পেশায় একজন পল্লীচিকিৎসক ও ফার্মেসি ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ হাবিবুর রহমান অভিযান পরিচালনা করে ডাঃ স্বপনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা উদ্ধার করে । ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছিল। সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ওই তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
ভৈরবে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : Sep 19, 2016 | Comments Off on ভৈরবে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
