নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়িতে থাকা একটি পিস্তল, স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার পর এ চুরি ঘটনা ঘটে। এ বিষয়ে সিরাজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে তাঁরা ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৩টার দিকে তাঁর মেয়ে মাইশা (১৮) টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে জাগেন। ওই সময় মাইশা ঘরে কয়েকজন লোককে চুরি করতে দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে চোর পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন জেগে পান একটি কক্ষের দুটি স্টিলের আলমারি খোলা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সিরাজ উদ্দিন আরো বলেন, চোরেরা আলমারিতে থাকা পাঁচটি গুলিসহ একটি পিস্তল, সাতটি গুলিসহ একটি ম্যাগাজিন, ১৩ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম তালুকদার জানান, খবর পাওয়ার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভৈরবের আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে পিস্তল-স্বর্ণালংকার লুট
প্রকাশ : Sep 06, 2016 | Comments Off on ভৈরবের আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে পিস্তল-স্বর্ণালংকার লুট