logo

ভিডিও নিউজ শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় চলচ্চিত্রকেই প্রধান্য দেন পপি

আইএনবি নিউজ : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী খুব বেশি নিয়মিত না হলেও কাজ করেছেন নাটক ও টেলিফিল্মে।

এ বিষয়ে পপি জানান, ‘বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো বাজেটের চলচ্চিত্রের সংখ্যা খুবই কম। আর সেই সাথে গুণী নির্মাতাদেরও অভাব আছে বলে আমার মনে হয়। তাই অভিনয় যেহেতু আমার মনের খোরাক তাই সেই মনের ক্ষুধা নিবারণের জন্যই এখন মাঝে মাঝে নাটক-টেলিফিল্মে কাজ করি। তবে আমার জায়গা চলচ্চিত্র, নাটক বা টেলিফিল্ম নয়।’
সম্প্রতি নতুন চলচ্চিত্রের কাজ প্রসঙ্গে পপি বলেন, চলতি সপ্তাহে ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের ইংরেজি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবো। আমার বিপরীতে অভিনয় করবে সায়মন। বাংলা ও ইংরেজি দুটি ভাষা ব্যবহার করা হবে ছবিটিতে।’
অনেকদিনের ব্যবধানে চলচ্চিত্রে কাজ করেন পপি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে কাজের প্রস্তাব তো অনেক থাকে। সেক্ষেত্রে সব কাজ তো আর মনের মতো হয় না তাই অনেক কাজের প্রস্তাবের ভেতর থেকে ভালো কাজগুলো বাছাই করে কাজ করতে হয়।’

Leave a Reply

Your email address will not be published.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে