কলকাতা প্রতিনিধি : ঞ্জাবের পাঠানকোটে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা নিয়ে এখনই পাকিস্তানকে সন্দেহ করার কোন কারণ নেই বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে আরেকটু অপেক্ষা করা যেতেই পারে। আজ মঙ্গলবার গ্রেটার নয়ডা একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকের সাথে আলাপকালে রাজনাথ বলেন ‘পাকিস্তান সরকার তদন্তে সাহায্যের ব্যাপারে আশ্বাস দিয়েছে। আমার মনে হয় একটা অপেক্ষা করা উচিত’। তিনি আরও বলেন ‘পাকিস্তান যেহেতু ভারত সরকারকে আশ্বাস দিয়েছে সেহেতু এত তাড়াতাড়ি তাদেরকে অবিশ্বাস করার কোন কারণ নেই’। প্রসঙ্গত গত ২ জানুয়ারী পাকিস্তান সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে পাঠানকোটের বিমান ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় সাত সেনা জওয়ান নিহত হন, আহত হন অন্তত ২০ জন। মারা যায় ছয় জঙ্গিও। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হামলার পিছনে পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। ওই হামলার পরই হামলার সঙ্গে যুক্ত বেশ কিছু তথ্যপ্রমাণ পাকিস্তানের কাছে তুলে দেওয়া হয়েছে। হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে টেলিফোনিক আলাপচারিতাতেও প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আর্জি জানিয়েছেন বলে সরকারের তরফে জানানো হয়। পাকিস্তানের তরফে সেদেশের প্রধানমন্ত্রী হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ভিডিও নিউজ শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় ‘পাকিস্তানকে এখনই অবিশ্বাসের কোন কারণ নেই’
প্রকাশ : Apr 04, 2016 | Comments Off on ভিডিও নিউজ শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় ‘পাকিস্তানকে এখনই অবিশ্বাসের কোন কারণ নেই’
