মাসুম পাঠান কটিয়াদী থেকে:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন বোয়ালিয়া তাহেরা নূর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মঈনুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এড. সোহরাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আ. ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, কটিয়াদী পৌর মেয়র মো. শওকত উসমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কটিয়াদীর পৌরসভার প্যানেল মেয়র রুহুল আমিন শাকিল প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। ক্রীড়া পরিচালনা করেন মো. শাহাদাৎ হোসেন সাধু।
বোয়ালিয়া তাহেরা নূর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : Jan 14, 2017 | Comments Off on বোয়ালিয়া তাহেরা নূর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
