আলমগীর পাঠান, বেলাব প্রতিনিধি।
নরসিংদীর বেলাব উপজেলার পাহাড় উজিলাব গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ফায়েজ উদ্দীনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পাহাড় উজিলাব গ্রামের মৃত জাহের আলীর ছেলে মোঃ ফায়েজউদ্দীন(৪৫) গাজীপুর মাষ্টার বাড়ী এলাকার একটি বিস্কুট কারখানায় চাকুরী করতেন। তিনি গত ২৪ মে করোনা উপসর্গ নিয়ে গাজীপুর থেকে গ্রামের বাড়ী বেলাব উপজেলার পাহাড় উজিলাবতে আসেন। এর পরদিন ২৫মে ফায়েজ উদ্দীনের মৃত্যু হয়। মৃত্যুর পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ফায়েজ উদ্দীনের নমুনা সংগ্রহ করে ঢাকা প্রেরণ করলে করোনা পজিটিভ আসে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এ পর্যন্ত বেলাব উপজেলায় ৩৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের।