নওগাঁ প্রতিনিধি: “সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমান। রবিবার সকাল ১০টায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহসিন আলী, পুলিশ সুপার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি সহ বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালী পুরাতন কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নওগাঁ জিলা স্কুলে গিয়ে শেষ হয়। র্যালীতে বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশ : Apr 04, 2016 | Comments Off on বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
