হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কনডমের ভেতর থেকে দুই কেজি সোনা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে শৌচাগারের কমোডের ভেতর রাখা কনডম থেকে ২০টি বার উদ্ধার করা হয়। জব্দ হওয়া সোনার মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোনার চালান আসার খবর পাওয়া যায়। পরে তল্লাশি করে কাস্টম হলে এক নম্বর বেল্টের পাশে একটি শৌচাগারের কমোডের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়। সেখানে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে তিনটি কনডমের ভেতর ২০টি সোনার বার লুকিয়ে রাখা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।
বিমানবন্দরে কনডমের ভেতর থেকে দুই কেজি সোনা জব্দ
প্রকাশ : Apr 13, 2016 | Comments Off on বিমানবন্দরে কনডমের ভেতর থেকে দুই কেজি সোনা জব্দ